Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
রিসিভারী মামলা নং 77/72-73 এর 1430 বাংলা সনের পুন নিলাম ডাক প্রসঙ্গে।
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

উপজেলা ভূমি অফিস

 কুতুবদিয়া, কক্সবাজার।

স্মারক নং: 31.20.2245.000.031.0.11.23-286                                                                                                                                                                             তারিখ: 02 নভেম্বর, 2023খ্রি: 

রিসিভারী মামলা নং : 77/72-73 

এম.আর মামলা নং: 135 তারিখ: 02/02/73 প্রাপক: রেজাউল করিম গং, পিতা: আবু বকর, সাং; লেমশীখালী, কুতুবদিয়া, কক্সবাজার।...........................................................1ম পক্ষ।

বনাম

01। জহুর আলম গং পিত: মৃত গোলাম হায়দার, 02। আবদুল গফুর, পিতা: সোলতান আহমদ, 03। আবদুল জব্বার, পিতা: আহমদ শফি,  04। নুরুল আমিন, পিতা: ছিদ্দিক আহমদ, 05। আবদুল জলিল পিতা: মৃত গোলাম নবী, 06। আজমগীর, পিতা: মৃত আবুল বশর সর্ব সাং; উত্তর ধুরুং, কুতুবদিয়া, কক্সবাজার।......................................................................................................2য় পক্ষ।


                           এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,নিম্ন তফসিলভুক্ত জমি 1430 বাংলা (1লা বৈশাখ হতে 30 শে চৈত্র)  পর্যন্ত নিম্নলিখিত শর্তাধীন সাপেক্ষে  নিম্নস্বাক্ষকারীর কার্যালয়ে 07/11/2023খ্রি: তারিখ সকাল 11:00 ঘটিকার সময় প্রকাশ্যে পুন:নিলাম  ইজারা দেয়া হবে। নিলাম খরিদ ইচ্ছুক ব্যক্তিগণকে নির্দিষ্ট তারিখে উপস্থিত হয়ে নিলাম ডাকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। 

নিলামের শর্ত:

1। নিলাম ডাকে অংশগ্রহণকারী ব্যক্তিকে নগদ (30,000/-) ত্রিশ হাজার টাকা ফেরতযোগ্য জামানত হিসেবে জমা দিতে হবে। 

2। সর্বোচ্চ নিলাম ডাককারীকে  নিলামের 50% নগদ এবং আয়কর 5% ও ভ্যাট 15% টাকা বিধিমোতাবেক ডাক সমাপ্ত হওয়ার সাথে সাথে  পরিশোধ করতে হবে। অন্যথায়, জামানত বাজেয়াপ্ত বলে গণ্য হবে। 

3। নিলামের অবশিষ্ট টাকা পরিবর্তীতে 07(সাত) দিনের মধ্যে পরিশোধ করতে হবে। অন্যথায়, প্রথম কিস্তিতে প্রদত্ত টাকা বাজেয়াপ্ত বলে গণ্য হবে। 

4। নিলাম ডাক গ্রহণ করা/ না করা নিলাম পরিচালনাকারী কর্তৃপক্ষের উপর নির্ভর করবে।

তফশীল:

মৌজা: উত্তর ধুরুং 

আর.এস দাগ: 7113,7014

জমির পরিমাণ: 4.80 একর।

প্রাপ্ত নিলামের জন্য জমির বর্তমান অবস্থা ও পরিমাপ প্রযোজ্য।

স্বাক্ষরিত/=

জর্জ মিত্র চাকমা

উপজেলা ভূমি অফিস,

 কুতুবদিয়া, কক্সবাজার।

ছবি
প্রকাশের তারিখ
02/11/2023
আর্কাইভ তারিখ
08/11/2023